Header Ads

সৎ কাজের আদেশ করো,অসৎ কাজ হতে বিরত থাকো।

হজ্বের ফরজ ও ওয়াজিব সমূহ

হজ্বের ফরজ সমূহ

হজ্বের ফরজ তিনটিঃ
১· ইহরাম বাঁধা অর্থাৎ হজ্বের নিয়ত করা।
২· জিলহজ্ব মাসের ৯ তারিখ ফজরের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত্ আরাফাতের ময়দানে অবস্থান করা। ৩· তাওয়াফে জিয়ারাত।

হজ্বের ওয়াজিব  সমূহঃ

হজ্বের ওয়াজিব কাজ সাতটি-
১· সাফা ও মারওয়া উভয় পাহাড় সাতবার প্রদড়্গিণ করা।
২· মুজদালিফায় রাত যাপন করা।
৩· মিনায় তিনটি জামরাতে তিনদিনে প্রত্যেক জামরাতে ৭টি করে ৭*৭=৪৯টি পাথর শয়তানের উদ্দেশে নিক্ষেপ করা,
৪· মিনার ময়দানে কোরবানি করা,
৫· মাথা মুণ্ড করা,
৬· ফরজ তাওয়াফ শেষে ৩ চক্কর দেয়া,
৭· বিদায়ী তাওয়াফ করা

No comments

Powered by Blogger.