Header Ads

সৎ কাজের আদেশ করো,অসৎ কাজ হতে বিরত থাকো।

নামাজের সুন্নাত সমূহ

 নামজের সুন্নাত সমূহ   
১। ফরজ নামাজের জন্য আজান ও ইকামত বলা।
২। তাকবিরে তাহরিমার সময় উভয় হাত উঠানো।
৩। হাত উঠানোর সময় আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা।
৪। ইমামের জন্য তাকবীরগুলো উচ্চস্বরে বলা।
৫। সানা পড়া।
৬। ‘আউযুবিল্লাহ’ পড়া।
৭। ‘বিসমিল্লাহ’ পড়া।
৮। অনুচ্চস্বরে ‘আমীন’ বলা।
৯। সানা, আউযুবিল্লা্হ বিসমিল্লাহ, আমীন অনুচ্চস্বরে বলা।
১০। হাত বাঁধার সময় বাম হাতের উপর ডান হাত রাখা।
১১। পুরুষের জন্য নাভির নিচে, আর মহিলার জন্য বুকের উপর হাত বাঁধা।
১২। এক রোকন থেকে অন্য রোকনে যাবার সময় “আল্লাহু আকবার” বলা।
১৩। একাকী নামাজ পাঠকারীর জন্য রুকু থেকে উঠার সময় “সামিআল্লাহু লিমান হামিদা” ও “রব্বানা লাকাল হামদ” বলা। ইমামের জন্য শুধু “সামিআল্লাহু লিমান হামিদা” বলা আর মুক্তাদির জন্য শুধু “রব্বানা লাকাল হামদ” বলা।
১৪। রুকুতে “সুবহানা রব্বিয়াল আযীম” বলা।
১৫। সেজদায় বলা “সুবহানা রব্বিয়াল আ’লা”।
১৬।রুকুতে উভয় হাটু আঁকড়ে ধরা।
১৭। রুকুতে পুরুষের জন্য উভয় হাতের আঙ্গুল ফাঁকা রাখা। আর মহিলার জন্য মিলিয়ে রাখা।
১৮। পুরুষের জন্য নামাজে বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসা ও ডান পা খাড়া রাখে আঙ্গুলগুলো কেবলার দিক করে রাখা। আর মহিলার জন্য উভয় পা ডান দিকে বের করে জমিনের উপর বসা।
১৯। শেষ বৈঠকে তাশাহ্যুদের পর দুরুদ শরীফ পড়া।
২০। দুরুদের পর দোয়া পড়া।
২১। তাশাহ্যুদে “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলার সময় শাহাদাত(তর্জনি) আঙ্গুল দ্বারা কেবলার দিকে ইশারা করা।

No comments

Powered by Blogger.