Header Ads

সৎ কাজের আদেশ করো,অসৎ কাজ হতে বিরত থাকো।

নামাজের ওয়াজিব সমূহ

নামজের ওয়াজিবসমূহ


১। তাকবিরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলা।
২। সুরা ফাতেহা পড়া
৩। সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানো
৪। ফজর নামজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্দিষ্ট করা
৫। কেরাতের পূর্বে সূরা ফাতেহা পড়া
৬। সূরা ফাতেহা একাধিকবার না পড়া ।
৭। যেহরী(উচ্চস্বরে কেরাত পড়া হয় এমন) নামজে উচ্চস্বরে কেরাত পড়া
৮। সিররী (অনুচ্চস্বরে কেরাত পড়া হয় এমন) নামজে অনুচ্চস্বরে কেরাত পড়া।
৯। নামাজের রোকনসমূহ ধীরস্থিরভাবে আদায় করা।
১০। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান।
১১। সেজদার মাঝে কপাল ও নাক জমিনের সাথে লাগিয়ে রাখ।।
১২। প্রত্যেক রাকাতে এক সেজদার পর অপর সেজদা কর।
১৩। উভয় সেজদার মাঝে বসা।
১৪। প্রথম বৈঠক করা (চার রাকাত বিশিষ্ট নামাজে দুরাকাত পড়ার পর) ।
১৫। প্রথম বৈঠক ও শেষ বৈঠকে তাশাহ্যুদ পড়া।
১৬। প্রথম বৈঠকের পরে বিলম্ব না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো । 
১৭। নামজের ক্রিয়াসমূহের মাঝে তারতীব রক্ষা করা।
১৮। সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা।
১৯। বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া।
২০। দুই ঈদের নামজে অতিরিক্ত ছয় তাকবির বলা।
২১। দুই ঈদের নামজের দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর বলা।

No comments

Powered by Blogger.