Header Ads

সৎ কাজের আদেশ করো,অসৎ কাজ হতে বিরত থাকো।

নামাজের ফরজ সমূহ।

  নামাযের বাহিরে ৭টি ফরজ। যেগুলোকে নামজের শর্ত বলা হয়।


১। শরীর পবিত্র থাকা 
২। কাপড় পবিত্র থাকা 
৩। নামজের স্থান পবিত্র থাকা ।
৪। সতর ঢাকা ।
৫। কেবলামুখি হওয়।
৬। ওয়াক্ত হলে নামাজ পড়া
৭। নিয়ত করা।

 নামাজের ভিতরের ছয়টি ফরজ। যেগুলোকে নামজের রোকন বলা হয়।

 ১। তাকবিরে তাহরিমা ( আল্লহু আকবার) বলা 
২। কিয়াম করা 
৩। কেরাত পড়া 
৪। রুকু করা 
৫। দুই সেজদা করা
৬। শেষ বৈঠকে তাহাহ্যুদ পড়ার সময় বসা।

No comments

Powered by Blogger.